তালতলীতে সড়কের মাঝে বীরের মত দাঁড়িয়ে আছে ২১টি বিদ্যুৎ এর খুঁটি।।

তালতলীতে সড়কের মাঝে বীরের মত দাঁড়িয়ে আছে ২১টি বিদ্যুৎ এর খুঁটি।।
তালতলীতে সড়কের মাঝে বীরের মত দাঁড়িয়ে আছে ২১টি বিদ্যুৎ এর খুঁটি।।

মোঃ হাইরাজ তালতলী প্রতিনিধিঃ
বর্তমান সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে দেশ।প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিগত ১০ বছরে বরগুনার তালতলীতে ব্যাপক উন্নয়়নমূলক কর্মকান্ড হয়েছে তালতলী উপজেলা,ঢালাই সড়ক , বিদ্যুৎ, হাসপাতাল সহ বিভিন্ন উন্নয়়নমূলক কর্মকান্ডে তালতলীর সর্বমহলে প্রশংসিত হচ্ছে বর্তমান সরকারের ।
কিন্তু এসব উন্নয়ন কর্মকান্ডের মাঝে বিষফোঁড়া হয়ে আছে, প্রায় ২১টি বৈদ্যুতিক খুটি। তালতলী বাজারের প্রধান সড়কের মাঝখানে বীরের মত দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে সব বৈদ্যুতিক খুটি।

বিগত ৭ বছর আগে তালতলী প্রধান সড়কের রাস্তা প্রশস্ত করায় রাস্তার পাশের বিদ্যুৎ এর খুঁটি গুলো এখন রাস্তার মাঝে পড়েছে।খুঁটি গুলো না সরানোর কারনে রাস্তা চওড়া হলেও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। তা ছাড়া রাস্তার মাঝে খুটি গুলো থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। সরেজমিনে দেখা যায়, তালতলী-মহাসড়কের প্রশস্ততা বাড়ালেও ২১টি বিদ্যুৎ এর খুঁটি সড়কের মাঝে দাঁড়িয়ে আছে। এলাকা বাসী জানান খুটি গুলো সড়কের মাঝে চলে আসায় প্রতি নিয়তো ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। প্রধান সড়কের মাঝে খুঁটি গুলো দাঁড়িয়ে আছে বছরের পর বছর।
তালতলী সরকারি কলেজের সহঃশিক্ষক সিদ্দিকুর রহমান বলেন,তালতলী সড়কের প্রশস্ততা বাড়ালেও সড়কের মধ্যে বিদ্যুৎএর খুঁটি থাকায় কোনো কাজে আসছে না সড়কের প্রশস্ততা। টোটাল রাস্তা৩৪ফুট অথচ যানবাহনগুলো সড়কের মাত্র১৮ফুট ব্যাবহার করতে পারে আর দুই পাশের প্রায় ৮ ফুট ৮ফুট ১৬ ফুট রাস্তা ব্যবহার করতে পারছে না বিদ্যুৎএর খুঁটির কারনে। তাই প্রতিনিয়ত দুর্ঘটনা জনজাট লেগেই থাকে তালতলীর প্রধান সড়কে ।

এ বিষয়ে তালতলী ও কলাপাড়ার পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম মোঃ শহিদুল ইসলামের কাছে মুঠোফোনে যানতে চাইলে তিনি জানান আসলে আমার জানা ছিলোনা প্রধান সড়কের মাঝে খুঁটি গুলো তবে সড়কের মাঝে যেসব খুঁটি আছে, তা খুবই দ্রুতই সরানো হবে।